প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2025 ইং
নাটোরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল

নাটোরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল
নাটোর জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে *বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন* নাটোর জেলা কমিটির আয়োজনে *বিক্ষোভ ও মশাল মিছিল* অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচি ৯ মার্চ (রবিবার) সন্ধ্যায় *নাটোর প্রেস ক্লাবের* সামনে থেকে শুরু হয়।
মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে *মাদ্রাসামোড়* এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক *প্রতিবাদ সমাবেশ* অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য খন্দকার উল্লাস, শিশির মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মীম, জয়া আহসান, নুসরাত বিনতে মানিক, সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "বর্তমান সময়ে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে মেয়েরা সমাজে নিরাপদ নয়। ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।" তারা *বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী*কে উদ্দেশ্য করে বলেন, "আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তবে পদ থেকে সরে দাঁড়ান।" বক্তারা দাবি করেন, সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে নারীরা সমাজে নিরাপদে চলাফেরা করতে পারে।এছাড়া, বক্তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে *বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন* নারীদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ের কথাও জানায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ